ব্র্যাক এনজিও নিয়োগ ২০২২|Brac NGO Circular
ব্র্যাক এনজিও নিয়োগ ২০২২|Brac NGO Circular | ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারী উন্নয়ন সংস্থা যা ১৯৭২ সাল থেকে আর্থ-সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমােচনে কাজ করে যাচ্ছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে সহায়তা প্রদানের । লক্ষ্যে প্রায় ৩০,০০০ কর্মীর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ২,৬০০ শাখায় ৫৫ লক্ষের। বেশি পরিবারকে সঞ্চয় ও ক্ষুদ্রঋণ সেবা প্রদান করছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে কাজ করতে আগ্রহী ও যােগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে ।
Brac NGO Circular 2022
শিক্ষাগত যােগ্যতাঃ
যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাশ এবং শিক্ষাজীবনের যে কোন একটি পরীক্ষায় ৩য় বিভাগ/ শ্রেণী অথবা সমমানের জিপিএ/ সিজিপিএ গ্রহনযােগ্য তবে অন্যান্য পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/ শ্রেণী অথবা সমমানের জিপিএ/ সিজিপিএ ২.০০ থাকতে হবে।
কর্মস্থলঃ
ব্র্যাক মাঠ কার্যালয়। সুবিধাসমূহ ও উৎসব ভাতা, মাতৃত্ব/ পিতৃত্বকালীন ছুটি, আনুতােষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জীবনবীমা, পারফরমেন্স বােনাস, ইনসেনটিভ, যাতায়াত ভাতা ও অন্যান্য। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে careers.brac.net| অথবা www.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে হবে। উল্লেখ্য যে, চূড়ান্তভাবে মনােনীত
ব্র্যাক এনজিও নিয়োগ
প্রার্থীকে জামানত হিসেবে ৫,০০০ টাকা জমা দিতে হবে (যােগদানের ৬ মাস পর ফেরতযােগ্য)। ব্র্যাক দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা বা গােষ্ঠীগত পরিচয় নির্বিশেষে প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মী, সরবরাহকারী, সহযােগী প্রতিষ্ঠান, অতিথি ও সেবাগ্রহীতা এবং শিশু, তরুণ ও বিশেষ চাহিদাসম্পন্ন প্রাপ্তবয়স্কসহ সমাজের প্রত্যেক সদস্যের যে কোনাে ধরনের ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানি ও শােষণ থেকে সুরক্ষা পাওয়ার অধিকার আছে। ব্র্যাক সমসুযােগভিত্তিক নিয়ােগকারী প্রতিষ্ঠান হতে পেরে গর্বিত। আমাদের মূল্যবােধ ও বিশ্বাসে বিশ্বাসী সকলে যাতে এই প্রতিষ্ঠানে কাজ করার সুযােগ পান সেজন্য সম্ভাব্য সবকিছু করার ব্যাপারে আমরা| অঙ্গীকারবদ্ধ।
ব্র্যাক এনজিও নিয়োগ ২০২২
চাকরির ধরনঃ বেসরকারি চাকরি
জেলাঃ সকল জেলা
কোম্পানিঃ ব্র্যাক
চলমান পদঃ ১৭টি
পদের সংখ্যাঃ অনির্দিষ্ট
বয়সঃ ১৮-৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/মাস্টার্স/এমবিএ/বিবিএ
Last Date Applications:21 may2022
আবেদনের মাধ্যম অনলাইনে
ব্র্যাক এনজিও নিয়োগ ২০২২|Brac NGO Circular
পদের নামঃ জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা, দাবি
বেতনঃ ২২,০০০ টাকা
Workplace : ব্র্যাক মাঠ কার্যালয়
ব্র্যাক এনজিও নিয়োগ ২০২২|Brac NGO Circular ।কর্মসূচি সংগঠক মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণ গ্রহীতা নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন।
পদের নামঃ কর্মসূচি সংগঠক, দাবি
বেতনঃ ১৮,০০০ টাকা
আগ্রহী প্রার্থীদের আগামী ২০ জুন ২০২২ তারিখের মধ্যে careers.brac.net অথবা www.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে হবে। উল্লেখ্য যে, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে জামানত হিসেবে ৫,০০০ টাকা জমা দিতে হবে (যোগদানের ৬ মাস পর ফেরতযোগ্য)।
ব্র্যাক নিয়োগ ২০২২
ব্র্যাক এনজিও নিয়োগ ২০২২|Brac NGO Circular ব্র্যাকের যানবাহন বিভাগে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে।
পদঃ ড্রাইভার
অভিজ্ঞতাঃ মোটরযান চালনার ন্যুনতম ০৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে
অন্যান্য সুবিধাঃ স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসবভাতা ও অন্যান্য
বেতনঃ আলোচনা সাপেক্ষ
কর্মস্থলঃ ব্র্যাক প্রধান এবং মাঠ কার্যালয়
চাকুরির ধরনঃ চুক্তিভিত্তিক
Last Date Applications:30 Jun 2022
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম (৮ম) শ্রেণী পাশসহ মোটরযান চালনার লাইসেন্স থাকতে হবে।